৮ ডিসেম্বর ২০১৯ ।। নিজস্ব প্রতিবেদক ।।
আগামী ২০২০ সাল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী। এ উপলক্ষ্যে বছরটিকে মুজিব বর্ষ হিসেবে ঘোষণা করা হয়েছে। ‘মুজিব বর্ষ’ উদযাপনের লক্ষ্যে বছরব্যাপী কর্মসূচি পুস্তক আকারে প্রকাশ করেছে ফেনী সদর উপজেলা আওয়ামীলীগ। আজ রবিবার (৮ ডিসেম্বর) আয়োজিত বর্ধিত সভায় প্রকাশিত কর্মসূচির পুস্তিকাটি নেতাদের হাতে তুলে দেয়া হয়।


পুস্তিকা হতে জানা যায়, মুজিব বর্ষ উদযাপনে বছরব্যাপী বিভিন্ন কর্মসূচী হাতে নিয়েছে দলটি। আগামী ২০২০ সালের জানুয়ারীতে ৭টি কর্মসূচী গ্রহণ করা হয়েছে। মাসের প্রথম দিনের কর্মসূচিতে রয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত সকল শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণে অংশগ্রহণ।


ফেব্রুয়ারীতে ৬টি কর্মসূচি রয়েছে। ২-১৫ ফেব্রুয়ারীর কর্মসূচীতে রয়েছে সকল ইউনিয়নে মহিলা আওয়ামী লীগের কর্মীসভা।


মার্চে ১১ টি কর্মসূচি রয়েছে। কর্মসূচির মধ্যে ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে প্রত্যেকটি ওয়ার্ডে আলোচনা সভা, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের। এছাড়া মাসের শেষ দিনে রয়েছে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান।
এপ্রিলে রয়েছে ৫টি কর্মসুচি। কর্মসূচির মধ্যে ১৭ এপ্রিল মুজিবনগর দিবস উপলক্ষ্যে আলোচনা সভা রয়েছে।


মে’তে রয়েছে ৬টি কর্মসূচি। তার মধ্যে রয়েছে ২৮ মে সদর উপজেলা আওয়ামীলীগের কার্যকরী কমিটির সভা আহ্বান।


জুনে ৫টি কর্মসুচি রয়েছে। ১-১২ জুন কর্মসূচিতে রয়েছে প্রতিটি ইউনিয়নে আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভা আহ্বান।


জুলাইয়ে রয়েছে ৪টি কর্মসূচি। ৬ জুলাই যুব মহিলা লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের কর্মসূচি রয়েছে।


আগস্টে রয়েছে ৭টি কর্মসূচি। এর মধ্যে ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে প্রতিটি ওয়ার্ডে আলোচনা সভা, মসজিদ মিলাদ মাহফিল ও মন্দিরে প্রার্থনা সভা আয়োজনের কর্মসূচি রয়েছে।


সেপ্টেম্বরে ৫টি কর্মসূচি রয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে ২১-২৫ সেপ্টেম্বর প্রতিটি ইউনিয়নে আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভা।


অক্টোবরে রয়েছে ৬টি কর্মসূচী। ১৪-২০ অক্টোবর প্রত্যেকটি ওয়ার্ডে আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভা কর্মসূচিতে রয়েছে।


নভেম্বরে রয়েছে ৪টি কর্মসূচি। এর মধ্যে ১৫-২৮ নভেম্বর প্রতিটি ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে নিজাম উদ্দিন হাজারী এমপির জনসভার কর্মসূচি রয়েছে।


ডিসেম্বর রয়েছে ৯টি কর্মসূচি। কর্মসূচিতে রয়েছে ১৬ ডিসেম্বর প্রত্যেকটি ওয়ার্ডে আওয়ামী লীগের উদ্যোগে মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন।