১০ ডিসেম্বর, ২০১৯ ।। শহর প্রতিনিধি ।।

ফেনীতে রবি মৌসুমে রাজস্ব খাতে ভূট্টা প্রদর্শনী কর্মসূচির আওতায় ৩৫ জন কৃষককে প্রণোদনা দিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। আজ মঙ্গলবার (১০ ডিসেম্বর) সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কার্যালয়ে কৃষকদের মাঝে প্রণোদনা হিসেবে ভুট্টা বীজ, রাসায়নিক সার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বিকম।


ফেনী সদর উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন আক্তার জানান, রাজস্ব খাতের অর্থায়নে ২০১৯-২০ অর্থ বছরে ভূট্টা চাষে ফেনী সদর উপজেলার কৃষকদের উৎসাহিত করছে এ প্রণোদনা দেয়া হয়েছে। প্রণোদনার আওতায় ৩৫ জন কৃষকের প্রতিজনকে ৩ কেজি ভুট্টা বীজ, ৬৫ কেজি ইউরিয়া সার, ২৫ কেজি এমওপি সার, ৩৫ কেজি জিপসাম, বোরিক এসিড ১.৫ কেজি, ৬ কেজি ম্যাগনেশিয়াম সালফেট ও নগদ দেড় হাজার টাকা প্রদান করা হয়।


এসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরীন সুলতানা, সদর উপজেলা কৃষি অফিসার শারমীন আক্তার, মহিলা ভাইস চেয়ারম্যান জোসনা আরা জুসি, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ আহসান হাবীব, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মতিউর রহমান ও সদর উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তারাসহ কৃষকরা উপস্থিত ছিলেন।