১০ ডিসেম্বর ২০১৯ ।। ফেনী ডেস্ক ।।
রোহিঙ্গা নিপীড়ন ইস্যুতে নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত আন্তর্জাতিক বিচারিক আদালতে আজ বাংলাদেশ সময় আজ মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকাল ৩টায় শুনানি শুরু হয়।
এতে মিয়ানমারের পক্ষে অংশ নেবেন দেশটির স্টেট কাউন্সিলর অং সাং সু চি। তিনিই শান্তিতে নোবেলজয়ী প্রথম ব্যক্তি, যিনি জেনোসাইডের মামলায় আন্তর্জাতিক আদালতের মুখোমুখি হচ্ছেন।
রোহিঙ্গা গণহত্যার ইস্যুতে মিয়ানমার সেনাবাহিনীর পক্ষ নেয়ায় সু চির সমালোচনা করেছেন সাতজন নোবেলজয়ী। আন্তর্জাতিক আদালতে আগামী তিনদিন বিকাল তিনটা থেকে ৬ টা পর্যন্ত চলবে শুনানি।
বিষয়টি পর্যবেক্ষণের জন্য এরইমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব শহীদুল হকের নেতৃত্বে ১৪ সদস্যের প্রতিনিধি দল নেদারল্যান্ডসে পৌঁছেছেন। তাদের মধ্যে আছেন দুজন রোহিঙ্গা নারী ও একজন পুরুষ।
শুনানিতে অন্যান্যের মধ্যে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর মিয়ানমার বিষয়ক উপদেষ্টা বব রেও উপস্থিত থাকবেন।