১১ ডিসেম্বর ২০১৯ ।। ফেনী ডেস্ক ।।
ফেনীর স্বনামধন্য চিকিৎসক ডাঃ সাহেদুল ইসলাম কাওসার বেসরকারিভাবে প্রতিষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক পদে পদোন্নতি পেয়েছে। গতকাল মঙ্গলবার (১০ ডিসেম্বর) তাকে অধ্যাপক হিসেবে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেন কলেজের চেয়ারম্যান ডাঃ আবু সাঈদ।
জানা যায়, ডাঃ সাহেদুল ইসলাম কাওসার দীর্ঘদিন যাবত ওই মেডিকেল কলেজের রেস্পিরেটরী মেডিসিনের সহযোগী অধ্যাপক হিসেবে দক্ষতার সাথে দায়িত্ব পালন করছেন। এছাড়াও গত কয়েকদিন আগে তিনি আন্তর্জাতিক ২৯তম ওয়ার্ল্ড কংগ্রেস আল্ট্রাসাউন্ড অব গাইনোলজীর উপর আন্তর্জাতিক ডিগ্রি অর্জন করেন। ফেনীতে স্বাস্থ্যসেবায় সাইকা হেলথ কেয়ার সেন্টার, কনসেপ্ট হাসপাতাল, কনসেপ্ট প্লাস, এসকর্ট ইমেজিং সেন্টার প্রতিষ্ঠা করেন তিনি।
তিনি ফুলগাজীর জগতপুরে তার পিতামাতার নামে আনোয়ার-সাজেদা হেলথ কেয়ার নামে একটি দাতব্য চিকিৎসা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন। সেখানে প্রতিদিন বিনামূল্যে রোগীদের চিকিৎসা সেবা প্রদান করা হয়।