১৬ ডিসেম্বর ২০১৯ ।। ফেনী ডেস্ক ।।

যথাযোগ্য মর্যাদায় ও উৎসবমুখর পরিবেশে ফেনীতে পালিত হচ্ছে মহান বিজয় দিবস। আজ সোমবার (১৬ ডিসেম্বর) সকালে জেলা পুলিশ লাইন্সে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হয়। সকাল থেকেই মানুষের ঢল নামে জেল রোডের মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে।


সকাল সাড়ে ৬ টা থেকে দলমত নির্বিশেষে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন, সরকারি-বেসরকারি দপ্তর, সাংবাদিক সংগঠন শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ একাত্তরের বীর শহীদদের শ্রদ্ধা জানাতে ভিড় করেন স্মৃতিস্তম্ভ প্রাঙ্গনে। ফুলে আর ফুলে ভরে যায় মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ।


সকাল সাড়ে ৮টায় ভাষা শহীদ আবদুস সালাম স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় বিজয় দিবসের কুচকাওয়াজ ও শারীরিক কসরতের।


দিবসটি উপলক্ষ্যে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে জেলা প্রশাসন। সকাল সাড়ে ১১টায় জেলা শিল্পকলা একাডেমীতে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। একই সময় ফেনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে মহিলা ও শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। দুপুরে ভাষা শহীদ আবদুস সালাম স্টেডিয়ামে প্রীতি ফুটবল ম্যাচ ও সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে বিজয়ের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বিজয় দিবস ঘিরে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো বিভিন্ন কর্মসূচি পালন করছে।