১৬ ডিসেম্বর ২০১৯ ।। নিজস্ব প্রতিবেদক ।।


ফেনী-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি’র চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা মুক্তিযোদ্ধা অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি বলেছেন, এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য ৩০ লক্ষ মানুষ রক্ত দিয়েছে। যে রক্ত দিয়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি সে লক্ষ্য অর্জিত হয়নি। আজ সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টায় জেল রোডের মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন তিনি।


ভিপি জয়নাল বলেন, আজকে দেশে গণতন্ত্র নেই, আইনের শাসন নেই। দেশে আইনের শাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠা করাই বিএনপির লক্ষ্য।


এর আগে ভিপি জয়নালের নেতৃত্বে মিছিল সহযোগে শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানাতে আসে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।


জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলালের নেতৃত্বে জেলা বিএনপির নেতাকর্মীরা শ্রদ্ধা জানান।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক প্রফেসর আবদুল খালেক, আনোয়ার হোসেন পাটোয়ারী, জেলা স্বেচ্ছা সেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েল, সাধারণ সম্পাদক এস এম কায়সার এলিন, পৌর বিএনপির আহ্বায়ক মেজবাহ উদ্দিন ভূঞা, সদস্য সচিব দেলোয়ার হোসেন বাবুল, জেলা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি মিল্লাত, সাধারণ সম্পাদক মোর্শেদ আলম মিলন।

এছাড়া যুবদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা পুষ্পস্তবক অর্পণ করেন।