১৬ ডিসেম্বর ২০১৯।। নিজস্ব প্রতিবেদক ।।


ফেনীতে ৪৮৮ জন মুক্তিযোদ্ধার মাঝে স্মার্ট কার্ড বিতরণ করেছে জেলা নির্বাচন কমিশন। ফেনী জেলা প্রশাসনের উদ্যোগে শিল্পকলা একাডেমীতে সোমবার দুপুুরে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সংবর্ধনা অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদেরকে স্মার্ট কার্ড বিতরণ করা হয়।


জেলা নির্বাচন কর্মকর্তা আফরোজা পারভীন জানান, মহান বিজয় দিবসে মুক্তিযোদ্ধাদের অবদানের কথা স্মরণ করে এবারই প্রথম স্মার্ট কার্ড বিতরণের বিশেষ উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। এরই ধারাবাহিকতায় ফেনীর ৪৮৮ মুক্তিযোদ্ধার মাঝে স্মার্ট কার্ড বিতরণ করা হয়। ইতোপূর্বে যারা স্মার্ট কার্ড পান নি, আজ তাদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীসহ অতিথিরা মুক্তিযোদ্ধা মোঃ আবুদল হালিম, মোঃ আবদুল করিম, সাধন চন্দ্র সরকারের হাতে স্মার্ট কার্ড তুলে দেন। একই অনুষ্ঠানে জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজ্জামান ও ফেনী মডেল থানার ওসি মোঃ আলমগীর হোসেন নিজাম উদ্দিন হাজারী এমপির কাছ থেকে নিজেদের স্মার্ট কার্ড গ্রহণ করেন।