ফেনীর সোনাগাজী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে ৬ পদের বিপরীতে পাঁচটি পদই দীর্ঘদিন ধরে শূণ্য। এখানে একজন শিক্ষা কর্মকর্তা ও পাঁচজন সহকারী শিক্ষা অফিসার পদ থাকলেও দীর্ঘদিন ধরে পাঁচটি পদই শূণ্য রয়েছে। মাত্র একজন দিয়েই চলছে উপজেলা শিক্ষা অফিস।
জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, সোনাগাজী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে একজন উপজেলা শিক্ষা কর্মকর্তা ও ৫ জন সহকারী শিক্ষা অফিসার পদ থাকলেও ৪টি সহকারী শিক্ষা অফিসার পদ দীর্ঘদিন ধরে শূণ্য রয়েছে। সহকারী শিক্ষা অফিসার ওয়াহিদুর রহমান ছাড়া অপর ৪টি শিক্ষা অফিসার পদ শূণ্য। সম্প্রতিওয়াহিদুর রহমান ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার হিসেবে দায়িত্ব পালন করায় এখন ৫টি সহকারী শিক্ষা অফিসার পদ শূণ্য রয়েছে।
এদিকে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ও নিম্নমান সহকারী পদটিও শূণ্য রয়েছে। ওয়াহিদুর রহমান সহকারী শিক্ষা অফিসার হিসেবে ২০১৪ সালে সোনাগাজীতে যোগদান করেন। যোগদানের পর থেকেই কিছু সময় ধরে অসুস্থতার কারণে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। এতে এককভাবে একের পর এক অপকর্ম করেছেন সাবেক শিক্ষা কর্মকর্তা হিটলারুজ্জামান। সোনাগাজী উপজেলার ১০৯টি সরকারী প্রাথমিক বিদ্যালয় স্কুল পরিচালনা কমিটি নিয়ে তার অনিয়মের বিষয়টি প্রকাশ পায়। পরে সাবেক শিক্ষা কর্মকর্তা হিটলুজ্জামানকে ১৮ সেপ্টেম্বর খাগড়াছড়িরগুইমারা উপজেলায় বদলী (স্ট্যান্ড রিলিজ) করা হয়।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: নুরুল ইসলাম জানান, শূণ্যপদের বিষয়টি নিয়ে মন্ত্রণালয়কে অবগত করা হয়েছে। বিষয়টি পক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।
- সর্বশেষ
- অন্যান্য
- আইন আদালত
- খেলাধুলা
- শিল্প ও সাহিত্য
- অর্থনীতি
- রাজনীতি
- জাতীয়
- ফেনী জেলা
- শিক্ষাঙ্গন
- ফটো গ্যালারী
- চাকরির খবর
- ফটো গ্যালারী
- ধর্ম
- মুক্ত কলাম
- শিল্প ও সাহিত্য
- খেলাধুলা
- শিক্ষাঙ্গন
- শিক্ষাঙ্গন
- ফেনী জেলা