বিপুল আনন্দ ও ব্যাপক আয়োজনে শনিবার (২৬ অক্টোবর) বিকাল ৩টায় শহরের ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে শুরু হয়েছে ফেনী জেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন।
শনিবার বিকাল ৩টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলন উদ্বোধন করেছেন প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সকাল থেকেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীদের আগমনে সভাস্থল জনসমুদ্রে পরিণত হয়েছে।
সম্মেলন চলছে..