২৩ ডিসেম্বর ২০১৯ ।। ফেনী ডেস্ক ।।


ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলালের ফেইসবুক আইডি হ্যাক করা হয়েছে। আজ সোমবার (২৩ ডিসেম্বর) এ ব্যাপারে ফেনী মডেল থানায় সাধারণ ডায়েরী করেছেন তিনি।


সাধারণ ডায়েরীতে আলাল উদ্দিন আলাল উল্লেখ করেন, আমার একটি ফেইসবুক আইডি রয়েছে Ala Uddin Alal নামীয়। আজ কয়েকদিন যাবত আমার আইডি হ্যাকড হয়েছে। আমার আশংকা কে বা কাহারা শত্রুতামূলক আইডিটি হ্যাকড করেছে। যে কোন সময় আমার আইডি থেকে সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ বা রাষ্ট্রের বিরুদ্ধে কিছু খারাপ কথা লিখে (পোষ্ট করে) আমাকে বেকায়দায় ফেলতে পারে।


এ ব্যাপারে আলাল উদ্দিন আলাল জানান, আইডিটি হ্যাক হবার পরে আশংকায় আছি। আমার এ আইডিতে ৫ হাজার বন্ধুর পাশাপাশি প্রায় ১৭ হাজার ফলোয়ার রয়েছে। পলাতক জীবনে আইডিটি আমার বন্ধুর মত ছিল। হ্যাকাররা আমাকে বিপদে ফেলতে পারে। এ আইডি থেকে কোন প্রকার স্ট্যাটাস বা মেসেঞ্জারে বার্তা পাঠালে, সে ব্যাপারে সতর্ক থাকার জন্য সকলকে অনুরোধ করছি। তিনি বলেন, এ ব্যাপারে সাইবার ক্রাইম ইউনিটেও অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছি।