২৪ ডিসেম্বর ২০১৯ ।। সংবাদ বিজ্ঞপ্তি।।


ফেনী শিশুনিকেতন কালেক্টরেট স্কুল এলামনাই এসোসিয়েশনের উদ্যোগে স্কুলের সাবেক ছাত্র- শিক্ষকদের গ্র্যান্ড রি-ইউনিয়ন শুক্রবার (২৭ ডিসেম্বর) স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে।


উদযাপন কমিটির আহ্বায়ক ফেনী পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও স্কুলের সাবেক ছাত্র সাহেদ আকবর অভি জানান, এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফেনী-২ আসনের সাংসদ ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী।

ফেনী জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজজামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অতিরিক্ত সচিব ও আইসিটি ডিভিশনের পরিচালক সৈয়দ মজিবুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক সুজন চৌধুরী, জেলা ডায়বেটিক সমিতির সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল।


উদযাপন কমিটি জানায়, দিনব্যাপী এ আয়োজনের মধ্যে রয়েছে অতিথিদের ফুলের শুভেচ্ছায় বরণ, আলোচনা অনুষ্ঠান, সম্মাননা প্রদান, মধ্যহ্নভোজ, এলাইমনাইদের আলোচনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।