২৭ ডিসেম্বর, ২০১৯ ।। নিজস্ব প্রতিবেদক ।।

ফেনী-১ আসনের সংসদ সদস্য শিরীন আখতার বলেছেন, নারীর ক্ষমতায়ন নিশ্চিতে নারীকে সচেতন হতে হবে। তিনি বলেন, নারীরা যদি নিজের অধিকার সম্পর্কে সচেতন হয়ে তবে নারী অধিকার ও ক্ষমতায়ন সহজ হয়ে যাবে।


শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে ছাগলনাইয়া উপজেলা মিলনায়তনে ফরেন এন্ড কমনওয়েলথ অফিস -গভ. ইউকের সহযোগিতায় কর্মজীবী নারী ও গণসাক্ষরতা অভিযানের আয়োজনে কিশোরীদের ক্ষমতায়ন: অধিকার ও ন্যায্যতা সমুন্নতকরণ বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


বক্তব্যে তিনি বাল্য বিবাহরোধ, গ্রামে উঠান বৈঠক করে নারী নির্যাতনের বিষয়ে নারীদের সচেতন করার উপর জোর দেন।


জাতীয় যুব জোটের সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম নুরের সঞ্চালনায়, ছাগলনাইয়া উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার ও ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার তানিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাগলনাইয়া থানার পরিদর্শক (ওসি) মেসবাহ উদ্দিন, জাসদের ফেনী জেলা সভাপতি কাজী আবদুল বারী প্রমূখ।


অনুষ্ঠান শেষে নারী নির্যাতন রোধে সচেতনতামূলক নাটক প্রদর্শন করে নাট্যকর্মীরা।