ফেনীতে কমিউনিটি পুলিশিংয়ে অবদানের জন্য সম্মাননা প্রদান, স্বেচ্ছায় রক্তদান, শিশুদের মধ্যে রচনা প্রতিযোগিতা, র‌্যালী ও কেক কাটার মধ্য দিয়ে পালিত হয়েছে কমিউনিটি পুলিশিং ডে। 

শনিবার (২৬ অক্টোবর) সকালে “পুলিশের সঙ্গে কাজ করি, মাদক-জঙ্গী-সন্ত্রাসমুক্ত দেশ গড়ি” এই প্রতিপাদ্যে দিবসটি পালিত হয়। জেলা পুলিশ প্রশাসনের আয়োজনে পুলিশ লাইনস মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী-২ আসনের সাংসদ নিজাম উদ্দিন হাজারী।


বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজজামান, সিভিল সার্জন ডা. মোঃ নিয়াতুজজামান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রহমান বিকম, কমিউনিটি পুলিশিং এর আহবায়ক ও পৌর মেয়র হাজী আলাউদ্দিন। এতে সভাপতিত্ব করেন পুলিশ সুপার খোন্দকার নূরুন্নবী, বিপিএম, পিপিএম। এছাড়াও অনুষ্ঠানে জেলা পুলিশের সকল উদ্ধর্তন কর্মকর্তা এবং কর্মচারীগণ উপস্থিত ছিলেন।