৪ জানুয়ারী ২০২০ ।। নিজস্ব প্রতিবেদক ।।

বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) ফেনী জেলা শাখার আয়োজনে চিকিৎসক ও পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩ জানুয়ারী) সন্ধ্যায় শহরের গ্র্যান্ড সুলতান কনভেনশন হলে অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন ফেনী-২ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক নিজাম উদ্দিন হাজারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্রগ্রাম স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির, জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজজামান।

প্রধান অতিথির বক্তব্যে সাংসদ বলেন,  ডাক্তাররা সমাজের আপনজন। বক্তব্যে তিনি ডাক্তারদের যেকোন প্রয়োজনে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

জেলা প্রশাসক বলেন,  মানবসেবায় ডাক্তারদের বিশেষ সুযোগ রয়েছে। তিনি বলেন, বিভিন্ন সময় ডাক্তাররাও রোগীদের দ্বারা হয়রানির শিকার হন,  প্রত্যেককে যার যার অবস্থান হতে সহনশীল হতে হবে।

বিএমএ ফেনী জেলা সভাপতি অধ্যাপক ডাঃ সাহেদুল ইসলাম ভূঞা কাওসারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডাঃ বিমল চন্দ্র দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ফেনীর সিভিল সার্জন মোঃ নিয়াতুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুজন চৌধুরী, সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বি.কম, ফেনী পৌরসভার মেয়র হাজী আলাউদ্দিন, পরশুরাম উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) ফেনী জেলা শাখার সভাপতি ডাঃ রামপদ সাহা, ফেনী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আবু তাহের, ফেনী বিএমএ’র কার্যকরী কমিটির সদস্যবৃন্দ ও ফেনীতে কর্মরত চিকিৎসকদের পরিবারবর্গ।

সম্প্রতি সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ নুরুল আলমের মৃত্যুতে এক মিনিট নিরবতা ও দোয়া পাঠ করা হয়।

চিকিৎসক ও পারিবারিক বার্ষিক মিলনমেলায় অন্যতম আকর্ষণ ছিল শীতকালীন পিঠা। শেষে নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ করা হয়।