৪ জানুয়ারী ২০২০ ।। ফেনী ডেস্ক ।।
বাংলাদেশ ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী ও পুর্নমিলনীতে জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে যোগ দিয়েছে ফেনীর ১শ ছাত্রলীগ নেতাকর্মী। আজ শনিবার (৪ জানুয়ারী) দুপুর আড়াইটায় ঢাকার ঐতিহাসিক সোহারওয়ার্দী উদ্যানে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বেলুন ও পায়রা উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের উদ্বোধন করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
অনুষ্ঠানের শুরুতে দেশ ও দলের জন্য আত্মত্যাগকারীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
জেলা ছাত্রলীগ সভাপতি সালাহ উদ্দিন ফিরোজ জানান, কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা মোতাবেক ঢাকায় প্রতিষ্ঠাবার্ষিকী ও পূর্নমিলনীতে যোগ দিয়েছে ফেনী জেলা ছাত্রলীগ। এছাড়া প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ফেনীর প্রতিটি ইউনিয়নে ছাত্রলীগের উদ্যোগে কেক কাটা হয়েছে।
সাধারণ সম্পাদক জাবেদ হায়দার জর্জ জানান, বাংলাদেশ ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করে তুলতে জেলা ছাত্রলীগের ৮টি ইউনিটের সভাপতি সম্পাদকসহ ১শ নেতাকর্মী যোগ দিয়েছে।
ঢাকায় অনুষ্ঠানে যোগদানকৃত সদস্যদের প্রসঙ্গে জাবেদ হায়দার জর্জ জানান, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি ফখরুল ইসলাম আপন, সাধারণ সম্পাদক শেখ আবদুর শুক্কুর মানিক, পৌর ছাত্রলীগের সভাপতি ইয়াসির আরাফাত রাজু, সাধারণ সম্পাদক সাহেদ আকবর অভি, দাগনভূঞা উপজেলা ছাত্রলীগ সভাপতি আবু নাসের চৌধুরী আসিফ, সাধারণ সম্পাদক আরিফুর রহমান অপু, সোনাগাজী উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুল মোতালেব চৌধুরী রবিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মীর ইমরান, ছাগলনাইয়া উপজেলা ছাত্রলীগ সভাপতি জিয়াউল হক দিদার, সাধারণ সম্পাদক শওকত হোসেন রুবেল, ফুলগাজী উপজেলা ছাত্রলীগের সভাপতি শামসুল আলম ভূঞা রাশেদ, সাধারণ সম্পাদক শামীম মজুমদার, পরশুরাম উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক জমির উদ্দিন ভাবন, যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান শাকিলসহ নেতাকর্মীরা এতে অংশগ্রহণ করেছেন।