ফেনীর সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার মেধাবী ছাত্রী নুসরাত জাহান রাফিকে যৌন হয়রানীর অভিযোগে দায়ের করা মামলার স্বাক্ষ্য গ্রহণের তারিখ পিছিয়েছে। আজ রবিবার (২৭ অক্টোবর) মামলাটির বাদীর স্বাক্ষ্য গ্রহণের নির্ধারিত তারিখ ছিলো।
ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মানুনুর রশিদের আদালতের অধিবেশন না থাকায় চলতি বছরের নভেম্বর মাসের ১৩ তারিখ স্বাক্ষ্য গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে।
প্রসঙ্গত, গত ২৭ মার্চ সোনাগাজী ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদদৌলা নিজ কক্ষে ডেকে নিয়ে নুসরাতের শ্লীলতাহানি করেন। এ ঘটনায় গত ২৮ মার্চ তাঁর মা শিরিনা আক্তার বাদী হয়ে সোনাগাজী থানায় মামলা করেন। সেদিন পুলিশ সিরাজকে ওই মামলায় গ্রেফতার করে কারাগারে প্রের্ণ করে। ২৮ মার্চের এ মামলার জের ধরেই পরে নুসরাত হত্যাকান্ডের ছক আঁকে হত্যা মামলায় মৃত্যুদন্ড প্রাপ্ত সিরাজ উদদৌলা।
আজ রবিবার (২৭ অক্টোবর) মামলাটির স্বাক্ষ্য গ্রহণের দিন ধার্য্য ছিলো। আদালতের অধিবেশন না থাকায় তা পিছিয়ে নভেম্বর মাসের ১৩ তারিখ নির্ধারণ করা হয়েছে।
সরকার পক্ষের আইনজীবী ফেনী জজকোর্টের পিপি হাফেজ আহম্মদ জানান, নারী শিশু আইন ২০০৩ এর ১০ ধারায় এ মামলায় আসামীর ১০ বছরের শাস্তি হতে পারে। অপরাধের সকল তথ্য প্রমাণ আছে। আমরা আশা করবো এ মামলায়ও সিরাজের ধারা অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তি হবে।