৫ জানুয়ারী ২০২০ ।। নিজস্ব প্রতিবেদক ।।
ফেনী জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজজামান বলেছেন, কারো নামে চাঁদাবাজি করলে পুলিশকে জানান, আমাদের অবহিত করুন।
আজ রবিবার (৫ জানুয়ারী) বেলা ১২টায় জেলা প্রশাসকের কার্যালয়ে প্রাথমিক শিক্ষার গুণগতমান নিশ্চিতকরণ ও উন্নয়ন সংক্রান্ত সভায় সভাপতির বক্তব্যে প্রসঙ্গক্রমে তিনি এ কথা বলেন।
জেলা প্রশাসক বলেন, বিভিন্ন সময় অপরাধীরা মন্ত্রণালয়ের কথ বলে, নিজেকে যুগ্ম সচিব, অতিরিক্ত সচিব পরিচয় দিয়ে প্রতারণার চেষ্টা করে। তিনি বলেন, না বুঝে কেউ প্রতারিত হবেন না। অস্বাভাবিক ফোন এলে তাৎক্ষণিক পুলিশের সহযোগিতা নিন। আমাদের কাছে আসুন।
সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোছা. সুমনী আক্তার, ফেনী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রহমান বিকম, ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাসরীন সুলতানা, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মীর রাশেদুজ্জামান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুরুল ইসলাম, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোস্তফা মোস্তাকুর রহিম খান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. মোসলেহ উদ্দিন, পিটিআইয়ের সহকারি সুপারিনটেনডেন্ট রওশন আক্তার জাহান, ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসনে আরা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আতোয়ার রহমান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার প্রমুখ।