৫ জানুয়ারী ২০২০ ।। ফুলগাজী সংবাদদাতা।।


ফুলগাজীর হাসানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা প্রদান করা হয়েছে। আজ রবিবার ( ৫ জানুয়ারী) এ উপলক্ষ্যে বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা পরিষদের চেয়ারম্যান আজিজ আহম্মদ চৌধুরী।


বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হারুনুর রশিদ চৌধুরী আজাদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, আনন্দপুর ইউপি চেয়ারম্যান হারুন মজুমদার, উপজেলা শিক্ষা কর্মকর্তা ফাতেমা ফেরদৌস চৌধুরী, হাসানপুর শাহ আলম চৌধুরী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ এ কে এম মাহবুবুল আলম, সহকারী প্রধান শিক্ষক মাহবুবুল আলম চৌধুরী ও মীরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শাহিদুল হক আরিফ।


সহকারী শিক্ষক সঞ্জয় সেন এর পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হাসানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসরিন আক্তার। আরো বক্তব্য রাখেন আনন্দপুর ইউপি সদস্য আবদুল রারেক, হাসানপুর শাহ আলম চৌধুরী উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী অধ্যাপক তাহমিনা আক্তার, কলেজের প্রভাষক নয়ন দেবনাথ, বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি এমদাদ হোসেন চৌধুরী, বন্দুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইলিয়াস ভূঁইয়া ও কৃতি শিক্ষার্থী সাদিয়া আক্তার প্রিমা।


শেষে অতিথিরা কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।


হাসানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এবার প্রাথমিক সমাপনী পরীক্ষায় ১০জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
সূত্রঃ অজেয় বাংলা