৯ জানুয়ারি ২০২০ ।।ক্রীড়া প্রতিবেদক।।

ফেনী সরকারি কলেজের রসায়ন বিভাগ এ্যালামনাই এসোসিয়েশন আয়োজিত আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্ট-২০২০ এর ফাইনাল খেলায় পানির (H2O) এর কাছে লবণ (সোডিয়াম ক্লোরাইড NaCl) পরাজিত হয়েছে। আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনালে লবণকে ১৬ রানে হারিয়ে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয় ২০১৫-১৬ ব্যাচের পানি (H2O) দল।


টস জিতে ব্যাট করতে নেমে ১২৮ রান করে পানি দল। জবাবে ব্যাট করতে নেমে সবগুলো ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১১২ রানে থেমে যায় ২০১৮-১৯ ব্যাচের লবণ দলের ইনিংস। পানি দলের ব্যাটসম্যান রাজু ৫২ রান করে খেলায় ম্যান অব দ্যা ফাইনাল নির্বাচিত হয়।


পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী সরকারি কলেজ এর উপাধ্যক্ষ দেলওয়ার হোসেন। রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক নুরুল আজিম ভূঁইয়ার সভাপতিত্বে ও এ্যালামনাই এসোসিয়েশন’র সাধারণ সম্পাদক নুরুল করিম কাওছার ভূঁইয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ফেনী সরকারি কলেজ ছাত্র সংসদ (ফেকসু) এর ভিপি তোফায়েল আহম্মদ তপু। রসায়ন বিভাগ এর বিভিন্ন শিক্ষাবর্ষের শিক্ষার্থীবৃন্দ ও এ্যালামনাই এসোসিয়েশন এর কার্যকরী কমিটির সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আগামী ২৩ জানুয়ারি থেকে ফেনী সরকারি কলেজ ছাত্র সংসদ এর আয়োজনে শুরু হতে যাচ্ছে কমিশনার জয়নাল আবেদীন স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট ২০২০ সিজন ২। তার প্রস্তুতি হিসেবে এ ব্যতিক্রমি টুর্নামেন্ট আয়োজন করে রসায়ন বিভাগ এ্যালামনাই এসোসিয়েশন। টুর্নামেন্টে রসায়ন বিভাগের ৪টি ব্যাচ অংশগ্রহণ করে। দলগুলো হলো ২০১৫-১৬ ব্যাচের পানি (H2O), ২০১৬-১৭ ব্যাচের (HCl) হাইড্রোজেন ক্লোরাইড, ২০১৭-১৮(H2SO4) হাইড্রোজেন সালফেট, ২০১৮-১৯ ব্যাচের (NaCl) সোডিয়াম ক্লোরাইড দল।