১১ জানুয়ারী ২০২০ ।। নিজস্ব প্রতিবেদক।।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে ‘অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ’ উদযাপনে ফেনীর ৬ উপজেলাতে আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের ব্যবস্থাপনায় দিনটিকে বিশেষভাবে উদযাপনে উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা কর্মসূচি পালন করা হচ্ছে।


আজ শনিবার (১১ জানুয়ারি) সকাল ১০টায় ফেনী সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণ হতে আনন্দ শোভযাত্রার মাধ্যমে দিনব্যাপী কর্মসূচির উদযাপনের সূচনা করা হয়। শোভাযাত্রাটি উপজেলা পরিষদ প্রাঙ্গন হতে ফেনী জেনারেল হাসপাতাল মোড় ঘুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়। এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে ‘বঙ্গবন্ধুর উন্নয়ন দর্শন’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে ‘বঙ্গবন্ধুর জীবন ভিত্তিক’ স্থির চিত্র প্রদর্শনী ঘুরে দেখেন জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজজামানসহ অতিথিরা।


সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজজামান। বাংলাদেশের স্বাধীনতা অর্জন প্রসঙ্গে তিনি বলেন, এশিয়া মহাদেশে আরও অনেক জাতি আন্দোলন করেছে কিন্তু যোগ্য নেতৃত্বের অভাবে স্বাধীনতার সুখ ভোগ করতে পারেনি। বাংলাদেশ স্বাধীন হয়েছে জাতির পিতার নেতৃত্বের কারণেই।


সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরীন সুলতানার সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ নিয়াতুজ্জামান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রহমান বিকম, ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আলমগীর, মুক্তিযোদ্ধা ডাঃ আবদুল গোফরান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শহীদ খোন্দকার, মহিলা ভাইস চেয়ারম্যান জোসনা আরা জুসি, ছনুয়া ইউপি চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি করিম উল্লাহ বিকম।


এসময় সদর উপজেলা ভূমি কর্মকর্তা (এসিল্যান্ড) মৌমিতা দাশ, ফাজিলপুর ইউপি চেয়ারম্যান মুজিবুল হক রিপন, উপজেলা শিক্ষা কর্মকর্তা সাইফুর রহমানসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরীন সুলতানা জানান, সরকারের অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উদ্যোগে দেশের সকল উপজেলায় ‘অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ’ শীর্ষক দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। ফেনীতেও এ উপলক্ষ্যে আনন্দ শোভাযাত্রা, সমাবেশ, বঙ্গবন্ধুর জীবনভিত্তিক স্থিরচিত্র প্রদর্শনী, শিশু কিশোরদের অংশগ্রহণে বঙ্গবন্ধু ও বাংলদেশ শীর্ষক চিত্রাংকন প্রতিযোগিতা, সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান, রাতে উপজেলা প্রাঙ্গনে বর্ণিল আতশবাজির আয়োজন করা হয়েছে।