১৯ জানুয়ারি ২০২০ ।। নিজস্ব প্রতিবেদক ।।


ফেনীতে কর্মরত অবস্থায় মৃত্যুবরণকারী ৮ কর্মচারীর পরিবারকে ৬৪ লাখ অনুদান প্রদান করেছে জেলা প্রশাসন। আজ রবিবার (১৯ জানুয়ারি) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজজামান তাদের পরিবারের সদস্যদের হাতে চেক হস্তান্তর করেন।


চেক প্রদানকালে জেলা প্রশাসক বলেন, সরকারি বিভিন্ন দপ্তরে কর্মরত অবস্থায় কোন কর্মচারী মৃত্যুবরণ করলে নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করলে সরকারের পক্ষ হতে অনুদান পাবার সুযোগ রয়েছে।


জেলা প্রশাসনের সাধারণ শাখার দায়িত্বে সহকারি কমিশনার সুলতানা রাজিয়া জানান, আয়েশা আক্তার, সাজেদা বেগম, আমেনা আক্তার, খোদেজা আক্তারসহ সর্বমোট ৮ জনের হাতে মোট ৬৪ লক্ষ টাকার চেক তুলে দেন জেলা প্রশাসক।

এসময় সিভিল সার্জন ডাঃ আবদুল মোমেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোছাঃ সুমনী আক্তার, ফেনী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রহমান বিকমসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।