‘একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্মার বাঁধন’ এ স্লোগানে ফেনী সরকারি কলেজে চলছে দিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি। আজ মঙ্গলবার (২১ জানুয়ারি) সকালে বাঁধন (স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন) ফেনী সরকারি কলেজ পরিবারের আয়োজনে এ কর্মসূচিতে কর্মীও সংগ্রহ করছে তারা।


বাঁধন ফেনী সরকারি কলেজ পরিবারের আহ্বায়ক এনামুল হক জাহিদের নেতৃত্বে কর্মসূচিতে সদস্য সচিব নুর করিম মুন্নাসহ সংগঠনের সদস্যরা কাজ করে যাচ্ছে।


এতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁধন কেন্দ্রীয় কমিটির সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হোসাইন মোহাম্মদ সিদ্দিকী, কুমিল্লা সরকারি ভিক্টোরিয়া কলেজ বাঁধন এর সাংগঠনিক সম্পাদক মারুফ হোসেন ইমন।


বাঁধন কেন্দ্রীয় কমিটির সভাপতি হোসাইন মোহাম্মদ সিদ্দিকী জানান, বর্তমানে আমাদের কার্যক্রম ৫২টি জেলায় ৭৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে কার্যকর রয়েছে। আমরা সব জায়গায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয় করি এবং অন্যদের রক্তদানে উদ্বুদ্ধ করি।


তিনি আরও বলেন, আমাদের লক্ষ্যে হল রক্তদানকে একটি সামাজিক আন্দোলনে পরিণত করা যাতে রক্তের অভাবে কোন মানুষের মৃত্যু না ঘটে।


বাঁধন ফেনী সরকারি কলেজ পরিবারের সদস্য সচিব নুর করিম মুন্না জানান, আমরা এ কার্যক্রমের মাধ্যমে কলেজের শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ জানিয়ে দিচ্ছি এবং নতুন বর্ষের শিক্ষার্থীদের নিয়ে আমাদের কর্মী সংগ্রহ করছি।


প্রতি বছরের ন্যায় এবারও কলেজে এ কার্যক্রমের আয়োজন করা হয়েছে এবং কলেজ ছুটি হওয়া পর্যন্ত তা চলবে বলে আয়োজকরা জানান।