ফেনীতে পায়ুপথে বাতাস ঢুকিয়ে মামুন নামের একজনকে হত্যা চেষ্টার অভিযোগে সহকর্মী শ্রমিক দেলোয়ার হোসেনকে আটক করেছে পুলিশ। আশঙ্কাজনক অবস্থায় আহত মামুনকে চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) পাঠানো হয়েছে।


শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে ফেনী-নোয়াখালী আঞ্চলিক সড়কের কাশিমপুর স্টার লাইন ফুড প্রোডাক্টস লিমিটেডের বিস্কুট কারখানায় এ ঘটনা ঘটে। দু’জনই ওই কারখানার কর্মী।

পুলিশ জানায়, ফেনী ও নোয়াখালী সড়কের কাশিমপুর স্টার লাইন ফুড প্রোডাক্টস লিমিটেডে কারখানার কর্মচারী দেলেয়ার হোসেন কারখানার আরেক কর্মচারী মামুনকে পায়ুপথে বাতাস দিলে তার শারীরিক অবস্থার অবনতি হয়। পরে দেলোয়ার নিজেই মামুনকে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে আসে।

এদিকে জিজ্ঞাসাবাদে বাতাস দেয়ার কথা স্বীকার কারায় পুলিশ দেলোয়ার হোসেনকে আটক করেছে। তবে হত্যার উদ্দেশ্যে নয়, দুষ্টুমির এক পর্যায়ে মামুনকে পরনের কাপড়ের উপর দিয়ে বাতাস দেয়, একইভাবে সেও নাকি মামুনকে বাতাস দিয়েছে বলে পুলিশকে জানায় দেলোয়ার। মামুনের বাড়ি নোয়াখালীর সুবর্ণচরের উত্তর বাগধারা গ্রামে। আর দেলোয়ারের বাড়ি নোয়াখালীর সেনবাগের গোপালপুর গ্রামে।

কর্তব্যরত চিকিৎসক ডা. মোহাম্মদ মোশারফ হোসেন জানান, মামুনের পায়ুপথে প্রেসার দিয়ে বাতাস দেয়ার কারণে তার পেটের ভেতরের রেকটম ছিঁড়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্টার লাইন গ্রুপের পরিচালক মাইন উদ্দিন জানান, ব্যক্তিগত কোনো কারণে নাকি দুষ্টুমি করে এমন ঘটনা ঘটিয়েছে তা এখন নিশ্চিত হওয়া যায়নি। তবে এ ঘটনায় অভিযুক্ত শ্রমিককে আটক করে পুলিশে দেয়া হয়েছে। আর উন্নত চিকিৎসার জন্য আহত শ্রমিককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ফেনী মডেল থানার ওসি (তদন্ত) সাজেদুল ইসলাম বলেন, জিজ্ঞাসাবাদে আটক দেলোয়ার সহকর্মী মামুনের পায়ুপথে বাতাস দেয়ার কথা স্বীকার করায় তাকে পুলিশ আটক করেছে।