ফেনীতে কৃষি জমির জমির মাটি ইটভাটায় বিক্রি করায় মালিক ও ঠিকাদার উভয়কে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার (২৯) জানুয়ারি) বিকালে ফেনী সদরের ফরহাদনগর ইউনিয়নের সুবলপুর গ্রামে অভিযান চালিয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মনিরুজ্জামান এ জরিমানা করেন।
ভ্রাম্যমান আদালতের বিচারক মোঃ মনিরুজ্জামান জানান, কৃষি জমির মাটি কেটে ইটভাটায় সরবরাহের খবর পেয়ে ওই গ্রামে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসময় কৃষি জমির মাটি বিক্রি করার জন্য জমির মালিক সুরমা বেগম ও পিয়ার আহম্মদকে ১৫ হাজার টাকা করে ৩০ হাজার এবং ঠিকাদার আব্দুল মতিন কাউসারকে ৪০ হাজার টাকা করে মোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় মাটি কাটা ও পরিবহনে ব্যবহৃত স্ক্যাভেটর ও ট্রাক মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়।
এসময় ফাজিলপুর ইউপি চেয়ারম্যান মুজিবুল হক রিপন ও ফরহাদনগর ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন টিপুসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।