ফেনীতে মার্কেন্টাইল ব্যাংক ১ম বিভাগ ক্রিকেট লীগের ফাইনাল ম্যাচ জিতে অপারিজত চ্যাম্পিয়ন হয়েছে টুর্নামেন্টের হট ফেভারিট ফ্রেন্ডশীপ ক্রিকেট ক্লাব। আজ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) ভাষা শহীদ সালাম স্টেডিয়ামে আয়োজিত লীগের ফাইনাল ম্যাচে স্কয়ার স্পোটির্ং ক্লাবকে ৭ উইকেটে হারিয়ে লীগের ২০১৯-২০সালের শিরোপা ঘরে তুলে নিল ফ্রেন্ডশীপ। এ নিয়ে চারবার লীগ চ্যাম্পিয়ন হয়েছে ক্লাবটি।


সকালে টসে জিতে স্কয়ার ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। ইনিংসের শুরুতে ফ্রেন্ডশীপের উদ্বোধনী পেসার সাইফ ও পারভেজের বোলিং তান্ডবে লন্ডভন্ড হয়ে যায় স্কয়ারের ব্যাটিং লাইন আপ। প্রথম ৫ ওভারে মাত্র ১০ রানে ২ উইকেট হারিয়ে রানের গতি মন্থর হয়ে যায় ব্যাটসম্যানদের। ১৭ ওভার শেষে ৪০ রানে ৫ উইকেট হারায় স্কয়ার। শেষে ২৫.৩ ওভারে সব কয়টি উইকেট হারিয়ে স্কয়ার স্পোর্টিং ক্লাব সংগ্রহ করে ৮৩ রান। তাদের ৪জন ব্যাটস্যমানই শুন্য রান নিয়ে ফিরে যায় সাজঘরে। দলের পক্ষে স্কয়ারের ব্যাটসম্যান রাজু ৪৩ বলে ২৮ রান সংগ্রহ করে। ফ্রেন্ডশীপের বোলার সাইফ ৬.৩ ওভারে ৩০ রান দিয়ে ৩ উইকেট ও পারভেজ ৭ ওভার বল করে ১২ রানে ৩ উইকেট লাভ করে।


জবাবে জয়ের জন্য ৮৪ রানের সহজ টার্গেটে ব্যাট করতে নেমে তেমন বেগ পেতে হয়নি ফ্রেন্ডশীপদের ব্যাটসম্যানদের। অনেকটা হেসে খেলে ১৬.২ ওভারে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় তারা। দলের পক্ষে সাইফ সর্বোচ্চ ২০ বলে ২৫ রান ও সাজ্জাদ ২৪ রান করে অপারিজত থাকে।


ম্যাচে অলরাউন্ডিং নৈপুণ্যের জন্য ফ্রেন্ডশীপের অলরাউন্ডার সাইফকে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত করা হয়।


লীগের গ্রুপ পর্যায়ের ৪ ম্যাচে ৩টিতে জয় পায় ফ্রেন্ডশীপ। অপর খেলাটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হলে ফ্রেন্ডশীপ ও ব্রাদার্স ১ পয়েন্ট করে ভাগাভাগি করে নেয়। ৪ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে সেমিফাইনাল ওঠে ক্লাবটি। সেমিফাইনালে ফেনী ক্রিকেট ইনস্টিটিউটকে হারিয়ে ফাইনালে ওঠে তারা।


খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রেজা গ্রুপের চেয়ারম্যান একেএম শাহিদ রেজা শিমুল। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোছাঃ সুমনী আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার। এসময় ক্রিকেট উপকমিটির চেয়ারম্যান রাজীব চৌধুরীসহ জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।


গত ২৫ ডিসেম্বর মার্কেন্টাইল ব্যাংক লিঃ প্রথম বিভাগ ক্রিকেট লীগ ২০১৯-২০ আসর শুরু হয়। এতে ফেনীর ১০টি ক্রিকেট ক্লাব অংশ নেয়।