পরশুরামে জাতীয় নিরাপদ খাদ্য দিবস উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (২রা ফেব্রুয়ারি) রবিবার ‘সবাই মিলে হাত মেলাই, নিরাপদ খাদ্য নিশ্চিত চাই’ এ প্রতিপাদ্যে উপজেলা প্রশাসনের আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াছমিন আকতারের সভাপতিত্বে অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) নু-এমং মারমা মং, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এবং বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে আয়োজিত র্যালিটি উপজেলা পরিষদ চত্ত্বর প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়।