পরশুরামে জলাতংক নির্মূলের লক্ষ্যে কুকুরের টিকাদান (এমডিভি) কর্মসূচীর অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার ( ৩ ফেব্রুয়ারি) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখা (সিডিসি) জুনোটিক ডিজিজ কন্ট্রোল প্রোগ্রামের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।


উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ইন্দ্রজিৎ ঘোষ কনক জানান, জলাতংক নির্মূলে কুকুরকে টিকাদানের জন্য তিনধাপে কাজ করা হবে বলে সভায় সিদ্ধান্ত নেয়া হয়। প্রাথমিকভাবে আগামী সপ্তাহ হতে উপজেলার বিভিন্ন ইউনিয়নে বেওয়ারিশ কুকুর নিধন করা হবে। পাশাপাশি আগামী ৫ ফেব্রুয়ারি থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন হতে ২৬জন লোককে প্রশিক্ষণ প্রদান করে তাদেরকে পরবর্তীতে টিকাদান কার্যক্রমে সম্পৃক্ত করা হবে।


সভায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাঃ আবদুল খালেক, স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ আফতাব উল আলম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা নাছরিন, স্বাস্থ্য বিভাগের প্রশাসনিক কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের প্রতিনিধি এবং বিভিন্ন পেশার মানুষ অংশ নেন।