শ্রীলংকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির একটি প্রতিনিধি দলের সাথে ফেনী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি (এফসিসিআই) এর পারস্পরিক ব্যবসায়িক বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় শহরের তারা নিবাস সিটি কম্পপ্লেক্সে ফেনী চেম্বার ভবনে এ সভার আয়োজন করা হয়। সভায় ব্যবসায়িক প্রতিনিধি দল দুই দেশের মধ্যে বানিজ্য বৃদ্ধি ও উন্নয়ন বিষয়ে আলোচনা করেন।


শ্রীলংকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির প্রতিনিধি দলে ছিলেন এর পরিচালক ও ফেনী লংকা পাওয়ার কোং এর কান্ট্রি ডিরেক্টর মি. জামিনি সরাথ ও কান্ট্রি ম্যানেজার মি. থিমবিরপোলার। ফেনী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি আয়নুল কবির শামীমের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সিনিয়র সহ সভাপতি আবদুর রইস কাইজার, জুনিয়র সহ সভাপতি হাজী আবুল কাশেম ও একরামুল হক চৌধুরী, পরিচালক সাইফুর রহমান, হাজী ফরিদ উদ্দিন পাঠান, মোঃ গোলাম ফারুক, হাজী গোলাম মাওলা, চৌধুরী আহমেদ রিয়াদ আজিজ, বজলুল করিম মজুমদার হারুন, লোকমানুর রহমান ফরাজী, সহিদ উল্লাহ হাজারী, নুর আজম।