ফেনী জেলা ফুটবল এসোসিয়েশন নির্বাচনে সভাপতি পদে প্রার্থী হয়েছেন জায়লস্কর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মামুনুর রশিদ মিলন। আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকালে প্রধান নির্বাচন কমিশনার মোঃ শফিউল্লাহ’র কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনি।


জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার জানান, ৪ বছর মেয়াদী ফেনী জেলা ফুটবল এসোসিয়েশনের কার্যকরী কমিটিতে ১৩টি পদ রয়েছে।


প্রধান নির্বাচন কমিশনার মোঃ শফিউল্লাহ জানান, নির্বাচনে একক প্যানেল হতে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছে। সভাপতি পদে প্রার্থী হয়েছেন মামুনুর রশীদ মিলন, সহ-সভাপতি পদে প্রার্থী নজরুল ইসলাম স্বপন মিয়াজী ও কেবিএম জাহাঙ্গীর আলম, কোষাধ্যক্ষ পদে আমজাদ হোসেন বিপ্লব মনোনয়ন জমা দিয়েছেন। এছাড়া সদস্য পদে আমির হোসেন বাহার, শুসেন চন্দ্র শীল, আবদুল মোতালেব, হারুন অর রশিদ মজুমদার, তৌহিদুল ইসলাম তুহিন, আবছারুল হাই উজ্জ্বল, মহিনুর জাহান লাবনী, জাহাঙ্গীর আলম, খাদিজা খানম রুনা মনোনয়নপত্র জমা দিয়েছেন।


তিনি আরও জানান, আগামী ১২ ফেব্রুয়ারি এ নির্বাচন অনুষ্ঠিত হবে। ঘোষিত তফসিল অনুযায়ী ৫ ফেব্রুয়ারি বিকাল ৪টা থেকে ৭টা পর্যন্ত মনোনয়নপত্র বাছাই, ৬ ফেব্রুয়ারি মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপত্তি দাখিল ও শুনানী, ৮ ফেব্রুয়ারি বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ, ১০ ফেব্রুয়ারি প্রার্থীতা প্রত্যাহার ও চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

নির্বাচনে সহকারী নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন গোলাম হায়দার মজুমদার ও মাষ্টার পারভেজ হোসেন।