স্বাভাবিক প্রসূতি সেবা জোরদার করার লক্ষ্যে ফেনীর সোনাগাজীতে কর্মশালার আয়োজন করা হয়েছে।


বুধবার (৩০ অক্টোবর) দুপুরে ফেনীর সোনাগাজী উপজেলার চরদরবেশ ইউনিয়নের চাঁন মিয়ার বাজারে, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে “ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ২৪/৭ (সার্বক্ষণিক) স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ বিষয়ক অবহিতকরণ কর্মশালা” শিরোনামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।


উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফাহমিদা সুলতানার সঞ্চালনায় ও স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক (ফেনী) পিকেএম এনামুল করিমের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ফেনী-৩ আসনের সংসদ সদস্য ও দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য লেঃ জেনারেল (অবঃ) মাসুদ চৌধুরী।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক ডাঃ মোহাম্মদ শরীফ। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাগাজী উপজেলা পরিষদ চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন, উপজেলা নির্বাহী কর্মকর্তা অজিত দেব, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাঈন উদ্দিন, ফেনী বিএম এর সভাপতি ডাঃ সাহেদুল ইসলাম কাওসার প্রমুখ।

এর আগে চাঁন মিয়ার বাজারে ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রের উদ্বোধন করেন সাংসদ লেঃ জেনারেল (অবঃ) মাসুদ চৌধুরী। এসময় সোনাগাজী উপজেলা চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটনসহ অতিথিরা উপস্থিত ছিলেন।