জীবনস্মৃতির মতোই হৃদয় পোড়া জোনাকির ক্ষীণ আলো’র কবিতাগুলো যেন আমাদেরকে জীবন শিক্ষা দেয়। কবি সবুজ আহমেদ তাঁর দারুণ দক্ষতায় দিয়ে বইটিতে তাঁর কবিতাগুলো প্রকাশ করেছেন। তুলে ধরেছেন প্রেম, সংগ্রাম আর বাস্তব জীবনের কথা। এখানে জোর দিয়েই বলা যায় যে, হৃদয় পোড়া জোনাকির ক্ষীণ আলো’র কবিতাগুলো পাঠক-পাঠ করলেই বুঝতে পারবেন কবি’র চিন্তা এবং তাঁর মনের ভাষা।


ভিন্নভাবে, ভিন্নচরিত্রে ধরা দিয়েছে সবুজ আহমেদ’র কবিতাগুলো। আবার কিছু কিছু কবিতায় তিনি রাষ্ট্র এবং সমাজের কথাও তুলে ধরেছেন অকপটে। হৃদয়ে ধারন না করলে সত্যিই কবিতা লেখা অসম্ভব। কবিতা লেখার আগে কবিতাকে ভালোবাসাতে হয়। কবিতাকে লালন করতে হয়। কবি সবুজ আহমেদ’র এই বইটির পত্যেকটি কবিতা পাঠকের ভালো লাগুক। হ্যাঁ, ‘হৃদয় পোড়া জোনাকির ক্ষীণ আলো’ বইটি পাঠকদের হৃদয়ে ভালোবাসা তৈরি করবে এমনটাই আশাকরি।

২০২০ একুশে বইমেলায় বইটি প্রকাশ হয়েছে ‘ভাটিয়াল প্রকাশন’ থেকে। প্রচ্ছদ করেছেন শিল্পী চারু পিন্টু। দাম রাখা হয়েছে ২০০ টাকা। বইটি একুশে বইমেলা সোহরাওয়ার্দী উদ্যানের লিটলম্যাগ চত্বরের ভাটিয়াল স্টল নাম্বার ২৭, এবং ফেনী একুশে বইমেলায় পাওয়া যাচ্ছে।