মুজিব জন্মশত বর্ষ উপলক্ষ্যে আয়োজিত প্রাইম ব্যাংক বঙ্গবন্ধু জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টে দলীয় সর্বোচ্চ রানের ইনিংসসহ বিশাল রানের ব্যবধানে জয়ের রেকর্ড গড়েছে ফেনী শাহীন একাডেমীর স্কুল ক্রিকেট দল।


আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) ভাষা শহীদ সালাম স্টেডিয়ামে আয়োজিত বি গ্রুপ পর্যায়ের ম্যাচে ফেনী সেন্ট্রাল হাই স্কুল ক্রিকেট দলকে ১৮৬ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে শাহীন একাডেমী।


টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় শাহীন একাডেমী ক্রিকেট দলের শাহাদাত হোসেন। ব্যাটিংয়ে নেমে টপ অর্ডার ব্যাটসম্যানরা ব্যর্থ হলেও হাল ধরে দলের মিডল অর্ডার ব্যাটসম্যানরা। ব্যাটসম্যান আতিকুর রহমান ও শাহরিয়ার আহমেদের অর্ধশতকে ভর করে রান উৎসবে মাতে দলটি। ৪৪.১ ওভারে ১০ উইকেট হারিয়ে ২৮২ রান সংগ্রহ করে তারা। দলের পক্ষে আতিকুর রহমান ৫৪ বলে ৬৫ রান, শাহরিয়ার আহমেদ ৪৭ বলে ৫৭ রান ও ইনতিসার উদ্দিন ফাহাদ ৩৭ বলে ৪৭ রান করে। শাহীন একাডেমীর বোলার সাইদুল ইসলাম ১০ ওভার বল করে ৪৭ রানে ৪ উইকেট লাভ করে।


২৮৩ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শাহীন একাডেমীর বোলার আবদুল্লাহ আল মোশারফের বোলিং তোপে পড়ে ফেনী সেন্ট্রালের ব্যাটসম্যানরা। দলীয় ২১ রানের মাথায় ৫ উইকেট হারিয়ে বিপর্যয় নেমে আসে ফেনী সেন্ট্রালের শিবিরে। ২৩.২ ওভারে সব কয়টি উইকেট হারিয়ে ৯৬ রানে থেমে যায় তাদের ইনিংস। শাহীন একাডেমীর বোলার আবদুল্লাহ আল মোশারফ ৮.২ ওভারে ৩৫ রান দিয়ে ৫ উইকেট লাভ করে।


খেলায় অলরাউন্ডিং নৈপুণ্যের জন্য শাহীন একাডেমীর শাহরিয়ার আহমেদকে ম্যাচ সেরা ঘোষণা দেয়া হয়।


ম্যাচ পরিচালনা করেন মোঃ ফখরুল হাসান রনি ও আব্দুল আহাদ। স্কোরিয়েং ছিলেন মোঃ শাহাদাত হোসেন আবির, বোর্ডে ছিলেন ইমরুল কায়েস।