“শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় ফুলগাজীতে উঠান বৈঠকের আয়োজন করেছে জেলা তথ্য অফিস। আজ সোমবার (১৭ ফেব্রুয়ারি) উপজেলার পশ্চিম ঘনিয়ামোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত বৈঠকে প্রধান অতিথি ছিলেন জেলা তথ্য অফিসার মোঃ বেলায়েত হোসেন।


উঠান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা আনিসুল ইসলাম, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আহাম্মদ হোসেন সোহাগ। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছনেছ হোসেন সোহাগ।


বৈঠকে বক্তারা বিগত প্রায় দশ বছরে সরকারের অভূতপূর্ব উন্নয়ন সম্পর্কে আলোকপাত করে উন্নয়নের এ ধারাবাহিকতা বজায় থাকার আশাবাদ ব্যক্ত করেন। এসময় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে কাউন্ট-ডাউনসহ পরিকল্পনা বাস্তবায়ন, মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি গণমুখী বিশেষ উদ্যোগসহ শিক্ষা, ডিজিটাল বাংলাদেশ, দারিদ্র বিমোচন, বয়স্ক ভাতা, মুক্তিযুদ্ধা ভাতা, নারী ও শিশু উন্নয়ন, নারীর ক্ষমতায়ন, বাল্যবিবাহ, যৌতুক, মাদক, গুজব, নারীর আত্মকর্মসংস্থান প্রভৃতি বিষয়ে আলোচনা করা হয়।


এতে মহিলা জনপ্রতিনিধি, শিক্ষক, এনজিওকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।